জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী দ্বিতীয় পুনর্মিলনী ২০২৩ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বেলা ১১টার দিকে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী বলেন, আমরা সবাই এই দেশের মানুষ এবং দেশটা আমাদের সকলের। সকলেই দেশের ভালো চাই। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে কিন্তু দেশ যে এগিয়ে যাচ্ছে তা স্বীকার করতে হবে।
মন্ত্রী আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অনেক স্মৃতি জড়িত রয়েছে। ১৯৭৪ সালে আমার স্ত্রী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুবাধে এখানে প্রথম আসা হয়েছিল। তখন দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ের এই পুরোনো ভবনটি (প্রশাসনিক ভবন) দেখেছিলাম। আজকে সেই স্মৃতিই মড়ে পড়ছে। খুব ভালো লাগছে আমার, আবার ছাত্রদের মাঝে ফিরে আসতে পেরে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, সারা দুনিয়ায় অ্যালমনাইরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অবদান রাখে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সেই কথা অনুযায়ী আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা আমাদের একাডেমিক ভাবেও দিকনির্দেশনা দিবেন।
ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, ইতোমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোড়ন সৃষ্ঠি করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিদের ক্রেস্ট, বিশেষ স্মরণিকা প্রদান করা হয়। সাবেক জগন্নাথ কলেজের শিক্ষকদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিবেদন/নাজমুল