৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৫১

বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ পেলেন বাউবি’র সাবেক ডিন মমতাজউদ্দীন

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ পেলেন বাউবি’র সাবেক ডিন মমতাজউদ্দীন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সমাজ বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সাবেক ডিন ইতিহাসবিদ ও কলামিস্ট অধ্যাপক ড. মমতাজউদ্দীন পাটোয়ারী ‘ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ ২০২২’ শীর্ষক গবেষণার ফেলো হিসেবে মনোনীত হয়েছেন। 

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তার কার্যালয়ে ড. মমতাজউদ্দীনকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড.  মেজবাহ উদ্দিন তুহিন এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ড. পাটোয়ারীর এই গবেষণা কর্মের মাধ্যমে বর্তমান প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং এটাই হবে দেশ ও জাতির স্বার্থকতা। তার গবেষণা কর্মের মাধ্যমে বাউবি থেকেও অনেকে গবেষণায় অনুপ্রাণিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। 

ড. মমতাজউদ্দীন পাটোয়ারী দেশের ইতিহাস, বঙ্গবন্ধুর ছয় দফা, মুক্তিযুদ্ধ, বাকশাল গঠন, ২০০১ সন থেকে ২০০৬ পর্যন্ত বিভিন্ন পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধুর জীবনাদর্শ, গবেষণার গুরুত্ব ও আগামীর ভাবনা তুলে ধরেন। 

 

বিডি প্রতিবেদন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর