এবার পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালি মন্দির এলাকা থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুই নেতা হলেন, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব হোসাইন রবিন। মোহাইমিনুল বাংলা বিভাগের এবং রাজির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
থানা সূত্রে জানা যায়, অভিযুক্তরা পুলিশ পরিচয় দিয়ে বইমেলায় ঘুরতে আসা চার ব্যক্তিকে তল্লাশি করে। তারা দাবি করে, ওই চার ব্যক্তি মাদক বহন করছে। তবে, শরীর তল্লাশির পর কোন মাদক না পাওয়ায় তাদের ১৫০০ টাকা হাতিয়ে নেয়। কিন্তু ভুক্তভোগীরা জানায়, তাদের বাসায় ফিরে যাওয়ার টাকা নাই। পরে ৬০০ টাকা ফেরত দিয়ে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। কিন্তু ভুক্তভোগীরা ছিনতাইয়ের শিকার হয়েছেন বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘বইমেলায় আসা ৪ জনের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে তারা ৯০০ টাকা চাঁদা নিয়েছে। পরে পুলিশ ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'কেউ যদি এমন অপরাধের সাথে জড়িত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ও একাডেমিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই। এমন অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'
উল্লেখ্য, বিগত কিছু দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও এর আশেপাশে বেশ কিছু ছিনতাই, চাঁদাবাজি ও হেনস্থার অভিযোগ সামনে এসেছে। এর প্রায় সবগুলোর সাথেই ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এসব অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন