২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৪৫

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে ঢাবির প্রভাতফেরি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে ঢাবির প্রভাতফেরি

ফাইল ছবি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাতফেরি কলাভবন প্রাঙ্গণস্থ অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে জানানো হয়, প্রভাতফেরি সহকারে সমবেতরা আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পরে প্রভাতফেরি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।
 
এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে-উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা। এছাড়া বাদ জোহর বা সুবিধাজনক সময়ে বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া, সকল হলের মসজিদ এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহিদদের রুহের মাগফেরাত বা শান্তি কামনা করে বিশেষ মোনাজাত বা প্রার্থনা করা হবে।
 
ঢাবি উপাচার্যের কেন্দ্রীয় শহিদ মিনার পরিদর্শন
 
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপনের সার্বিক প্রস্তুতি সরেজমিন দেখার জন্য রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের কাছে দিবসটি উদযাপনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন। উপাচার্য অমর একুশে উদযাপনের সার্বিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
 
তিনি বলেন, পুষ্পার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীমূল প্রস্তুত করা হয়েছে। এখন সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। যথাসময়ের মধ্যেই সকল কাজ সম্পন্ন হবে।
 
বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর