জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল সোমবার থেকে পাঁচ দিনব্যাপী 'ষষ্ঠ ম্যানেজমেন্ট সপ্তাহ- ২০২৩' শুরু হতে যাচ্ছে। চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। রবিবার বিকালে ম্যানেজমেন্ট সপ্তাহের আহ্বায়ক মেহেদী হাসান শেখ এসব তথ্য জানান।
মেহেদী হাসান শেখ বলেন, আগামীকাল সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে আয়োজনের উদ্বোধন করা হবে। পরে সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ রাশেদা আখতার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নীলাঞ্জন কুমার সাহা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো: আবদুল বাসেত প্রমুখ উপস্থিত থাকবেন।
এরপর বেলা ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হবে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় গিয়ে শেষ হবে। এছাড়া এদিন বিকাল তিনটায় বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গনে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে৷
তিনি আরো জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় জহির রায়হান মিলনায়তনে চাকুরি মেলা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে কেস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এছাড়া আয়োজনের তৃতীয় দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল দশটায় ক্রিড়া প্রতিযোগিতা এবং চারটায় চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানান।
এছাড়া আয়োজনের চতুর্থ দিন সকাল ১০টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান এবং বেলা চারটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। শেষ দিন ৩ মার্চ সন্ধ্যা ৬টায় ব্যাবসায় শিক্ষা অনুষদে গ্রান্ড ডিনারের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হবে।
বিডি প্রতিদিন/এএ