দীর্ঘ ১৩ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ুয়া গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র মিলনমেলা ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাবিতে পড়ুয়া গাইবান্ধা জেলার তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়। এসময় সমিতির লোগো সম্বলিত টি-শার্ট বিতরণ করা হয়।
সংগঠনটির আহ্বায়ক মিজানুর রহমান জনির সভাপতিত্বে মিলনমেলায় বক্তব্য রাখেন দৈনিক ভোরের ডাকের ম্যানেজিং এডিটর মোকছুদার রহমান মাকসুদ, সংগঠনের সাবেক সভাপতি ফারাজানা শারমিন আদৃতা, ঢাবির গণিত বিভাগের প্রভাষক জসীম উদ্দিন, সংগঠনের উপদেষ্টা এ্যাড. নুরুল হুদা, ফরহাদ শামীম, মেহেদী হাসান সুমন, ইন্তিক মামুন, একরামুল হক, সমিতির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সাগর, তৌফিক মেহেদী, রিপন মিয়াসহ অন্য শিক্ষার্থীরা।
গত ২৯ জানুয়ারি সমিতির ৬৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়। এই আহ্বায়ক কমিটি একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিতরা।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার সকল শিক্ষার্থীর মধ্যে সৌহার্দ্যের প্রাণসঞ্চারের উদ্দেশ্যে ১৯৯০ সালে ঢাবিতে গাইবান্ধা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত