রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্টিয়ারিং কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধে চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। তিনি পেয়েছেন ২৭৪ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক আবু বকর মো. ইসমাইল পেয়েছেন ২৭২ ভোট।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক খলিলুর রহমান।
তিনি বলেন, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৫৫৭ জন ভোট দিয়েছেন। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংলিশ এণ্ড আদার ল্যাঙ্গুয়েজেজ ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
স্টিয়ারিং কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- সমাজকর্ম বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাহানুর রহমান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিম-৩ (বাদল), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, গণিত বিভাগের অধ্যাপক নাসিমা আখতার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক শাহরিয়ার জামান (ববি), প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ (লিটন), ইলেক্ট্রিক এণ্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বাবুল ইসলাম, লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক কামরুল আহসান (এলিন), আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন সেলিম, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইয়েদুজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক রোকনুজ্জামান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ, ফার্মেসী বিভাগের অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহিদ, বাংলা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান খান, ইতিহাস বিভাগের অধ্যাপক সাইখুল ইসলাম মামুন জিয়াদ, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক বিশ্বনাথ শিকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম এক্সাম উল্যাহ ও টুরিজম এণ্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এনায়েত হোসেন।
জানা গেছে, এবার বিশ্ববিদ্যালয়ের স্টিয়ারিং কমিটির নির্বাচনে মুক্তিযুদ্ধে চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ নামে দুটি পৃথক প্যানেল থেকে ৪২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে উভয় প্যানেলের একজন আহ্বায়ক ও ২০ জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। একটি প্যানেলের আহ্বায়ক প্রার্থী ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব ইংলিশ এণ্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং অন্য প্যানেলের ছিলেন ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক আবু বকর মো. ইসমাইল।
বিডি প্রতিদিন/আরাফাত