২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসন। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ভর্তি পরীক্ষায় তোমরা মেধার স্বাক্ষর রেখে দেশের সনামধন্য এই বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছো। আমরা প্রত্যাশা করি তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ, গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং আমরা পাবো একটি স্মার্ট জাতি। তাই বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। এখানে শিক্ষা ও গবেষণাসহ মুক্তচিন্তার যথেষ্ট সুযোগ রয়েছে। শুধু সত্য ও সাহসের সাথে সামনে এগিয়ে যেতে হবে। জয় তোমাদের হবেই।
স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির। এসময় রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভিন্ন অনুষদের ডীন, হলের প্রাধ্যক্ষবৃন্দ, শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল