রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আগামী বুধবার (১ মার্চ) থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনে আয়োজিত এই প্রদর্শনী চলবে ৭ মার্চ পর্যন্ত। সোমবার বিকাল ৪ টার দিকে চারুকলা অনুষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের অধ্যাপক গুলনাহার বেগম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের উদ্যোগে প্রতিবছর ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী’ আয়োজিত হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও ১ থেকে ৭ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কর্মসূচি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা।
অধ্যাপক গুলনাহার বেগম বলেন, শিল্পকর্মের শিল্পমূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীরা পুরস্কার পাবেন। এতে সকল মাধ্যমে শ্রেষ্ঠ শিল্পকর্ম পাবে ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন’ পুরস্কার। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে দেশের প্রয়াত কয়েকজন চারুশিল্পীর নামে ‘স্মৃতি পুরস্কার’ প্রদান করা হবে।
প্রদর্শনী কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুস সোবাহান বলেন, প্রদর্শনীতে বিভাগের তিন ডিসিপ্লিনের অন্তত ১৬০ জন শিক্ষার্থীর প্রায় তিনশটি শিল্পকর্ম প্রদর্শিত হবে। প্রদর্শনীতে তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা পুরস্কারে ভূষিত হবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল