ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রী নির্যাতনের ঘটনায় প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে হাইকোর্ট। পরে বুধবার (১ মার্চ) হাইকোর্টের আদেশের পর প্রভোস্টকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। তদস্থলে হলটির সিনিয়র আবাসিক শিক্ষক ড. আহসানুল হককে দায়িত্ব দেয়া হয়েছে।
সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান। তিনি জানান, আমরা হাইকোর্ট থেকে যে বার্তা পেয়েছি সেই অনুসারে ওই হলের প্রভোস্টকে প্রত্যাহার করেছি এবং হলের সিনিয়র হাউজ টিউটরকে সাময়িকভাবে হল চালানোর জন্য বলা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত