নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বিজনেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৩’।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইদ্রিস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম উপস্থিত শিক্ষার্থীদের যুগের সাথে তাল মিলিয়ে কর্পোরেট জগতের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
উল্লেখ্য, নোবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজিত এ ক্যারিয়ার ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে ৩টি কর্পোরেট প্রতিষ্ঠান। পরে উপাচার্য ফেস্টিভ্যালে আগত অন্যান্য অতিথিবৃন্দদের নিয়ে স্টল সমূহ পরিদর্শন করেন। নোয়খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী রেজিস্ট্রার রায়হান কায়সার হাশেম বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন