ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে নির্মিত 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এর আগে সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে দিবসটি উপলক্ষে বের হওয়া র্যালিতে অংশ নেন তারা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল