রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল মামুন। রবিবার আহতদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এসময় নেক্কারজনক এমন ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই নেতা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো নিরাপদ মায়ের কোলের মত। সেখানে যদি শিক্ষার্থীরা নিরাপদ না থাকে তাহলে অবিভাবকরা তাদের সন্তানদের কিভাবে পাঠাবে? শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আর উদ্দোগী হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের সকল সংকটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। শিক্ষার্থীদের অনেকের বুকে, মাথায় ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা এই হামলা করেছে বলে জেনেছি। কিন্তু এখন কোন শিক্ষার্থী যদি বিকলাঙ্গ হয়, তবে এই দায় কে নেবে? এমন ন্যাক্কারজনক ঘটনা মেনে নেয়া যায় না।
এ ঘটনার সুষ্ঠু বিচার ও স্থায়ী সমাধান দাবি করেন তিনি।
এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিদ রওশন ঈশানসহ জাতীয় ছাত্র সমাজের রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী জেলা ও মহানগর এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত