স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার সুষ্ঠ বিচার ও শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ। বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব, অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ, মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর প্রমূখ।
মানববন্ধনে শিক্ষকেরা বলেন, একটি ভয়াবহ রাত ছিল ১১মার্চ। শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়েছে ক্যাম্পাস। এই ঘটনা লঘু করে দেখার সুযোগ নেই। এটার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা উচিৎ। সেদিন বুলেটের আঘাতে শিক্ষার্থীরা ক্ষতবিক্ষত হয়েছে। এখনো হাসপাতালে আছেন অনেকে। এভাবে আগামী দিনেও শিক্ষার্থী রক্তাক্ত হোন সেটা কাম্য নয়।
তাদের দাবি, পুলিশ কার নির্দেশে গুলি ছুঁড়লেন, প্রশাসন সময় মতো কেন ব্যবস্থা নেয়নি, স্থানীয়সহ আরো কারা এই ঘটনায় কারা জড়িত এবং কাদের গাফেলতিতে এই সংঘর্ষ চরম আকার ধারণ করল, সেটা অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে অভিযুক্তদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান তারা।
অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক সালেহ হাসান নকীব, অধ্যাপক ফরিদ উদ্দিন খান, আব্দুল মজিদ অন্তর, মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না, রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আমানুল্লাহ খান আমান প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন