১৮ মার্চ, ২০২৩ ০১:৫৪

শেকৃবিতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

অনলাইন ডেস্ক

শেকৃবিতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

প্রতীকী ছবি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজম আজিম (২২) নামক এক বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। 

মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ১১টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার মুসলিমপাড়া এলাকায় ওই শিশুকে কৌশলে বাসায় ডেকে আনে আসামি আজিম। এরপর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে সে। এসময় মেয়েটি চিৎকার করলে মেয়ের খালা দৌড়ে এসে তাকে উদ্ধার করে। পরে সেই মেয়ে ও তার খালার চেচামেচিতে আশপাশের লোকজন জড়ো হয়ে আজিমকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারী আবাসিক এলাকার কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, তারা এমন ঘটনায় উদ্বিগ্ন এবং নিজেদের নিরাপত্তা নিয়েও চিন্তিত।

সূত্র জানায়, অভিযুক্ত আজিম শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের এক নারী স্টাফের বোনের ছেলে। সে দীর্ঘদিন ক্যাম্পাসে আছে এবং বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য তদবির করছিল। সূত্র আরও জানায়, কিছুদিন আগে পায়রা ভবনের গার্ড হিসেবেও ছিলো সে।

আজিম বিশ্ববিদ্যালয় স্টাফের বোনের ছেলে ও পায়রা ভবনে কিছুদিন গার্ড হিসেবে থাকার সত্যতা নিশ্চিত করে প্রক্টর ড. হারুন-উর-রশিদ বলেন, আমি মৌখিকভাবে জানতে পেরেছি। পুলিশে দেওয়া ও ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া ছাড়া আমরা আর বেশি কি করতে পারি? যেহেতু অভিযুক্ত স্টাফের আত্মীয়, আমি ওই স্টাফকে ডেকে সতর্ক করেছি।
 
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (তদন্ত) আব্দুস সবুর খান আজিমকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা একজনকে শিশু ধর্ষণচেষ্টায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক করেছি। তাকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর