ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। এ পরীক্ষায় ৬ হাজর ৭৬৭ অংশগ্রহণ করেন। মোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৮৫০। যা মোট আবেদনকারীর ৯৮ শতাংশ উপস্থিত ছিলেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিট সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এদিন সকাল ১২টা থেকে পর্যন্ত একযোগে ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে ১টায় মিনিটে। পরীক্ষা শুরুর পর ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তিনি শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।
এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্রসংগঠনের পক্ষ থেকেও গ্রহণ করা হয় বিভিন্ন উদ্যোগ। শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী ও রোটার্যাক্ট ক্লাবের পক্ষ থেকে অভিভাবকদের বসার জন্য অভিভাবক কর্ণারের ব্যবস্থা করা হয়। পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন তারা। এছাড়া বিলম্ব করে আসা শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষার হলে পৌঁছাতে বর্তমান ছিলো ছাত্রলীগের 'জয় বাংলা বাইক সার্ভিস' ও ছাত্র ইউনিয়নের 'গেরিলা বাইক সার্ভিস'।
প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আজ গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়েছে। আমাদের নিরাপত্তা শৃঙ্খলা কমিটির সদস্যরা, পুলিশ প্রশাসন এবং নিরাপত্তা কাজে নিয়োজিত অন্যান্য যারা রয়েছেন, আমরা সকলেই সর্বোচ্চ সতর্ক ছিলাম। কোনো ধরনের কোনো অনিয়ম বা অসঙ্গতির অভিযোগ আমরা পাইনি। সকলের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পেরেছি।
পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে। কোনও অভিযোগ পাইনি। প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্র সংগঠনগুলো এভাবেই যদি সহযোগিতা করেন তাহলে কোনও কাজই অসাধ্য থাকবে না। একইসঙ্গে আগামী পরীক্ষা গুলোতেও সহযোগিতা কামনা করি।
বিডি প্রতিদিন/এএম