৩ জুন, ২০২৩ ১৭:১৮

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‌‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ভর্তি পরীক্ষা একযোগে শুরু হয়। 

এর আগে চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীরা রাঙামাটিতে এসে উপস্থিত হয়। পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। 

এ সময় তিনি বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশে তিনটি ইউনিটের পরীক্ষা সম্পন্ন করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের সহযোগিতা করেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার। শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেচ্ছাসেবিরা। এছাড়া শিক্ষার্থীদের জন্য হোটেল-মোটেলে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে রাঙামাটি আবাসিক হোটেল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি। এছাড়া সিএনজি চালিত অটোরিকশায় ন্যায্য ভাড়া আদায়ের নির্দেশনা দিয়েছে রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি। যা সত্যি প্রশাংসনিয়।
 
এবার ‘এ’ ইউনিটে ৭ হাজার ৫২০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর আগে গত ২০ মে ৮ হাজার ৮৫৫ জন ও ২৭ মে ৩ হাজার ৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর