ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণি ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩-এ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ‘খ’ ইউনিটে ব্যবসায় শিক্ষা গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী মো. আশিকুজ্জামান (প্রান্ত)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ‘গ’ ইউনিটেও ১৬তম স্থান অর্জন করেছেন। তার শ্রেণি রোল ৪৪০৪১।
আশিকুজ্জামান ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা ২০২২-এ জিপিএ ৫ পেয়েছেন। এর আগে, তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা ২০২০-এ জিপিএ ৫ এবং যশোর বোর্ডে ৩য় স্থান অর্জন করেন। আশিকুজ্জামান কৃতিত্বপূর্ণ এই ফলের জন্য শিক্ষা ক্যাডারে কর্মরত তার বোন এবং কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ঢাকা কমার্স কলেজের নিয়মিত ক্লাস, ক্লাস টেস্ট এবং প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ধারাবাহিক কঠোর অনুশীলনের প্রেক্ষিতেই ভর্তি পরীক্ষায় আমার এই অর্জন তথা সাফল্য।
আশিকুজ্জামান বলেন, কোন প্রকার কালক্ষেপণ না করে বোর্ড পরীক্ষার পরপরই আমি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য নিয়মমাফিক পড়াশুনা করেছি। পরিশ্রম আর কঠোর অধ্যবসায় থাকলে ভালো ফল অর্জন অসম্ভব কিছু নয়।
আশিকুজ্জামান কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় ১ম পর্বে ৫৩তম, ২য় পর্বে ৩য়, ৩য় পর্বে ১ম, ৪র্থ পর্বে ৭ম ও ৫ম পর্বে ১ম স্থান অর্জন করেছিলেন। তার মতো ঢাকা কমার্স কলেজ থেকে উত্তীর্ণ বহু শিক্ষার্থী এবার দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
ভর্তি পরীক্ষায় মো. আশিকুজ্জামানের এই সাফল্যের প্রতিক্রিয়ায় দেশ সেরা ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ বলেন, সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় তথা মেডিকেল কিংবা অন্য কোনো বিশেষায়িত প্রতিষ্ঠানের তীব্র প্রতিযোগীতামূলক ভর্তি পরীক্ষায় এজাতীয় কৃতীত্ব অর্জনের জন্য কেবল ১/২ মাসের প্রস্তুতি কিংবা কোন কঠোর অধ্যবসায়ই যথেষ্ট নয়, বরং এর পেছনের বড় শক্তি তথা সমর্থন হচ্ছে- বিগত শিক্ষা জীবনের বেসিক জ্ঞান তথা প্রতিভা। যা স্কুল ও কলেজ জীবনের শিক্ষা থেকেই মূলত অর্জিত। ফলে দিন শেষে এটাই প্রমাণিত সত্য যে, মূল পাঠ্যের মৌলিক পাঠাভ্যাসই জীবনের লক্ষ্য পূরণের প্রধান পাথেয়।
বিডি-প্রতিদিন/শফিক