রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছায়ানটের দুই দিনব্যাপী সমন্বিত সাংস্কৃতিক আয়োজন আগামীকাল শুরু হচ্ছে। এতে ৩০ জন প্রশিক্ষক ও শিল্পীসহ প্রায় ৩২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ছায়ানটের সাধারণ সম্পাদক অধ্যাপক লাইসা আহমদ লিসা।
তিনি বলেন, ছায়ানট আজন্ম বাঙালি সংস্কৃতিচর্চার প্রসারে নিয়োজিত। আপন সংস্কৃতি-সচেতন সুমার্জিত রুচি গঠন, আচরণে বাঙালি সংস্কৃতির প্রতিফলন আর বহুবিস্তৃত অপসংস্কৃতির বিরুদ্ধে ছায়ানটের নিত্য অভিযান। আপন সংস্কৃতির মাধ্যমে দেশপ্রেম-সৌহার্দ্য-সম্প্রীতি-মানবতা সমুন্নত ও পুনর্জাগরণের লক্ষ্যে ছায়ানট দেশজুড়ে প্রশিক্ষণ ও অনুষ্ঠান আয়োজন করে চলেছে। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাঊদ, আহ্বায়ক কমিটির সদস্য ও রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার প্রতিনিধি অধ্যাপক দুলাল চন্দ্র রায় ও নুরজাহান বেগম এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই