গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকা প্রায় ২ হাজার ২০০ আসনে শেষবারের মতো চূড়ান্ত ভর্তির সুযোগ পেয়েছেন ভর্তিচ্ছুরা।
আজ রবিবার এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার বিকাল ৪টা পর্যন্ত এ ভর্তি কার্যক্রম চলবে। এরপর আর ভর্তির সুযোগ দেওয়া হবে না। থাকবে না মাইগ্রেশনও।
গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় পঞ্চম ধাপে চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে। ৮ ও ৯ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির কাজ করতে পারবেন। শিক্ষার্থীর জন্য নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ ভর্তি ফি দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।
এতে আরও বলা হয়, যারা গত ৬ অক্টোবর প্রাথমিক ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধ করেছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বিশেষ ধাপে ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য পেতে নির্ধারিত ওয়েবসাইর্ট অনুসরণের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ২১ আগস্ট গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ফি জমার শেষ দিন ছিল। ২২ আগস্ট মূল কাগজপত্র জমা নেওয়া হয়। এরপর সবগুলো বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ক্লাসও শুরু হয়।
তবে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দেড় মাসের বেশি সময় ধরে ক্লাস চলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ২ হাজার ২০০ আসন ফাঁকা ছিল। এ নিয়ে সমালোচনার মুখে অবশেষে ‘বিশেষ ধাপ’ উল্লেখ করে চলতি বছর শেষবারের মতো শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিল গুচ্ছ ভর্তি কমিটি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ