২০ ডিসেম্বর, ২০২৩ ১৬:১১

‌‘আগামী নির্বাচনে তরুণদের ভূমিকা রাখতে হবে’

অনলাইন ডেস্ক

‌‘আগামী নির্বাচনে তরুণদের ভূমিকা রাখতে হবে’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। আগামী নির্বাচনে তরুণ প্রজন্মকে বড় ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে ‘গৌরবদীপ্ত বিজয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আমাদের সংবিধানের সমাজতন্ত্র বলতে জাতির পিতা সবার প্রতি ন্যায্যতা বুঝিয়েছিলেন। বঙ্গবন্ধুই সংবিধানে ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত করেছিলেন। রাজনীতিতে কেউ যাতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার না করতে পারে- সে বিষয়ে তিনি পরিষ্কার ছিলেন। অথচ বেশিরভাগ রাজনৈতিক দল ধর্মকেই ব্যবহার করে থাকে। বর্তমান প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন মানবিক দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় কোনো বিষয়ই এখানে উল্লেখ নেই।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্ম বড় ভূমিকা পালন করতে পারে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই এক হয়ে কাজ করতে পারে। জবি শিক্ষার্থীদেরও অনেক দায়িত্ব রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর