২৬ ডিসেম্বর, ২০২৩ ১৭:০৪

রাবির ৪৩ বিভাগ পেল স্মার্ট শ্রেণিকক্ষ

রাবি প্রতিনিধি

রাবির ৪৩ বিভাগ পেল স্মার্ট শ্রেণিকক্ষ

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪৩টি বিভাগে চালু হয়েছে স্মার্ট শ্রেণিকক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে এই শ্রেণিকক্ষের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, আধুনিক বিশ্ব প্রযুক্তি নির্ভর। সেই ধারাবাহিকতায় প্রযুক্তিগত সুবিধায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে আরও উন্নত করতে এসব স্মার্ট শ্রেণিকক্ষ চালু হয়েছে। এসবের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, স্মার্ট প্রজেক্টর সিস্টেমে এই পাঠদান অনুষ্ঠিত হবে। এতে স্মার্ট বোর্ডে অডিও-ভিডিও ডিসপ্লেতে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম থাকবে। ফলে শ্রেণিকক্ষের বাইর থেকেও শিক্ষার্থীরা এতে যুক্ত হতে পারবে। মন্ত্রণালয়ের প্রজেক্টের আওতায় বিশ্ববিদ্যালয়ের ৪৩টি বিভাগ এই সুবিধার আওতায় এসেছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর