রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আনর্ত নাট্যমেলা শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ে 'আনর্ত' পত্রিকার আয়োজনে এ মেলা উদ্বোধন করেন খ্যতনামা নাট্যজন মামুনুর রশীদ।
উদ্বোধনকালে তিনি বলেন, আনর্ত মেলায় দুই বাংলার নাট্যকর্মীদের উপস্থিতি শীতের সকালকে উষ্ণ করেছে। আমরা বাংলাদেশে এক সাংস্কৃতিক রাষ্ট্র তৈরি করেছিলাম। কিন্তু সেই সাংস্কৃতিক রাষ্ট্রটি এখন আর সংস্কৃতির হাতে নেই। চলে গেছে রাজনীতির হাতে। তবে আজ আনর্তের এই সাহসী আয়োজন সত্যিই গৌরব ও আনন্দের।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। বাঙালির মনোজাগতিক পরিবর্তনে লোকায়িত সাহিত্য-সংস্কৃতি যদি প্রতিষ্ঠা সম্ভব যায় তবেই বাঙালি সংস্কৃতিতে আমরা ফিরে আসতে পারব বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, নাট্যকার মলয় ভৌমিক ও আনর্ত পত্রিকার সম্পাদক রহমান রাজু প্রমূখ।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এ মেলায় সাংস্কৃতিক আড্ডা, নাটক মঞ্চস্থ, পালা নাটক, নাটক ও সাংস্কৃতিক বিষয়ক আলোচনা হবে। মেলায় দুই বাংলার বিশিষ্ট্য নাট্যজন সহ শতাধিক সাংস্কৃতিককর্মী অংশ নিয়েছেন। তাছাড়া নাটকে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট তিনজনকে আনর্ত স্বীকৃতি প্রদান করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন