২ ফেব্রুয়ারি, ২০২৪ ১৩:৫৯

জাবিতে ধারাবাহিকভাবে কমছে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা

রুবেল হোসাইন, জাবি

জাবিতে ধারাবাহিকভাবে কমছে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা

দেশের একমাত্র আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমেই চলেছে। বিশ্ববিদ্যালয়টিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের চেয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষায় ৫১ হাজার ৬৫১টি আবেদন কমেছে।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে এবারের অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসের তথ্য অনুযায়ী, এবছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯৭ হাজার ৩৫৯টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১০৮ জন শিক্ষার্থী। যেখানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে ২ লাখ ৪৯ হাজার ১০টি আবেদন জমা পড়েছে। সেবার প্রতি আসনের বিপরীতে ১৩৬ জন শিক্ষার্থী লড়েছেন। এমনকি ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৬টি আবেদন জমা পড়ে। ওইবছর প্রতি আসনের জন্য ১৫১ ভর্তিচ্ছু প্রতিযোগিতা করেন। 

অন্যদিকে, ২০২০-২১ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৯ জন ভর্তিচ্ছু আবেদন করে বলে জানা যায়। সে তুলনায় এবার বিশ্ববিদ্যালয়টিতে ১ লাখ ১০ হাজার ৬২০ জন ভর্তিচ্ছু কমেছে। যদিও কর্তৃপক্ষের দাবি, সেবার বিশ্ববিদ্যালয়টিতে ১০ টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ায় একই শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করে। 
   
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর