হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে প্রথম ব্যাচের ৩৩ জন ছাত্রছাত্রী শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে শপথ নিয়েছেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ পৌর টাউন হলে নতুন চিকিৎসকদের অভিষেক অনুষ্ঠান করা হয়। প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায়। শপথগ্রহণ করা ৩৩ জন শিক্ষানবিশ চিকিৎসক প্রথম ব্যাচ অর্থাৎ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের। এ বছর শেখ হাসিনা মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জবাসীকে এমন একটি প্রতিষ্ঠান উপহার দিয়েছেন; যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে।’ তিনি বলেন, ‘শিক্ষানবিশ চিকিৎসকদের প্রতিটি পদক্ষেপ হোক জনসেবার মনসে। তবেই আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে পারব।’
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল প্রমুখ। শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায়।
বিডি প্রতিদিন/হিমেল