গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় আজ সোমবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এছাড়া ২৫ মার্চের সেই ভয়াল কালরাত স্মরণে রাত ১২টায় ১ মিনিট সরকার ঘোষিত গণহত্যা দিবসের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল