‘সিগারেটের মাধ্যমে মাদকের নেশায় জড়িয়ে আসক্ত হয়ে পড়েন মাদকসেবীরা’, এমন মন্তব্য করেছেন সরকারি মাদকাসক্ত ও চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ও পরামর্শক কাজী লুতফুল কবির।
সোমবার সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের ক্ষতিকর প্রভাব শীর্ষক’ অনুষ্ঠিত এক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে একথা বলেন তিনি।
কাজী লুতফুল কবির বলেন, ‘সিগারেটের মাধ্যমে মাদকের সাথে একজন ব্যক্তির পরিচয়পর্ব ঘটে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন মাদকের নেশায় জড়িয়ে আসক্ত হয়ে পড়েন মাদকসেবীরা। প্রাথমিক পর্যায়ে সহজে ফিরিয়ে আনা গেলেও দীর্ঘদিন মাদকসেবন করা ব্যক্তিদের চিকিৎসা ছাড়া এ থেকে পরিত্রাণ পাওয়া দুষ্কর। এ ছাড়া দেখা গেছে দীর্ঘদিন গাঁজা সেবনের ফলে মাদকাসক্তরা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে পড়েন।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, মাদকসেবীরা মাদককে আনন্দের বিষয়বস্তু মনে করে। নতুন অভিজ্ঞতা নিতে প্রথমবার মাদকসেবন করে। এরপর আর সেখান থেকে বের হতে পারে না। মাদকের কারণে স্বাস্থ্য, চিন্তা-চেতনা, ভবিষ্যৎ, পারিবারিক জীবন, ব্যক্তিজীবন সবকিছু ক্ষতিগ্রস্ত হয়। এ জগতে একবার প্রবেশ করলে বের হয়ে আসা অত্যন্ত কঠিন। মাদক থেকে দূরে থাকার লক্ষ্যে পারিবারিক বন্ধন ও ভালোবাসা জোরদার করতে হবে।
অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই