ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল বলেন, রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে করতে হবে। যারা মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে না, তাদের স্থান হলো পাকিস্তান, যারা গণহত্যাকে অস্বীকার করে।
সোমবার (২৫শে মার্চ) গণহত্যা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনে মোমবাতি প্রজ্বলন, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় ১৯৭১ সালে সংঘটিত হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং গণহত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রো উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ , বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত।
বিডি প্রতিদিন/হিমেল