খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী। পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপাচার্য বলেন, আজ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন ও পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ, রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার, গণতান্ত্রিক অফিসার্স পরিষদ সভাপতি সাইফুল্লাহ মানছুর, সাধারণ সম্পাদক খান জাবিদ হাসান, খুকৃবি ছাত্রলীগের সভাপতি এসএম তানসেন ইসলাম ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য, গণতান্ত্রিক কর্মচারী পরিষদের সভাপতি শাওন ও সাধারণ সম্পাদক রেফাজুল শেখসহ কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম