নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। মঙ্গলবার সকাল ৮টায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছেন।
পুষ্পমাল্য অর্পণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুরে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
দিসবটি উপলক্ষে সকাল ১০টায় অফিসার সমিতি ও সহায়ক কর্মচারী সমিতিসহ অঙ্গ-সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও বেলা ১১টায় সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজে উপাচার্যকে অভিবাদন জানানো হয়।
এ ছাড়া এদিন ক্যাম্পাসের কেন্দ্রীয় শহিদ মিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও শিক্ষক সমিতিসহ রাজনৈতিক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও পেশাদার বিভিন্ন সংগঠন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
বিডি প্রতিদিন/এমআই