নিয়ম অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসির মেয়াদ শেষে আরেক ভিসি নিয়োগ পান। সেই হিসেবে এক ভিসি আসবেন এবং ভিসি যাবেন। তবে নতুন ভিসিকে বরণ করার জন্য নাচ গান বা নৃত্য করার মতো চিত্র খুবই কম নজরে আসে। এবার ব্যতিক্রম হয়েছে বিএসএমএমইউ’র নতুন ভিসি অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হকের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে রাজসিক সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্বগ্রহণকালে বিশ্ববিদ্যালয়টির চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে ব্যান্ড বাজিয়ে, নেচেগেয়ে, ফুল দিয়ে বরণ করে নেন। এমনই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
দেখা যায়, এদিন হাসপাতালে রোগীকে সেবা দেয়া থেকে বিরত রেখে নেচে-গেয়ে ভিসি বরণকে ভালোভাবে নেয়নি অনেকে। এছাড়া একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শব্দ দূষণের বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন ভিসির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে তাকে স্বাগত জানাতে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অপেক্ষা করেন সকাল থেকে। তারা অবস্থান নেন প্রশাসনিক ভবনের নিচতলা, সিঁড়ি ও সামনের ফাঁকা জায়গায়। কে কার আগে স্বাগত জানাবেন, এ নিয়ে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়।
অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসির দায়িত্ব নিয়ে অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক সবার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দুর্নীতি থেকে দূরে থাকার কথাও বলেছেন। ডা. দীন মোহাম্মদ বলেন, ‘আমি আপনাদেরই লোক, আমি বঙ্গবন্ধুর লোক, আমি প্রধানমন্ত্রীর লোক। সবাই সহযোগিতা করবেন, ভুল হলে ধরিয়ে দেবেন। তবে কেউ আমাকে পিছু টানবেন না।’
বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমি কোনো দুর্নীতি করবো না। কোনো দুর্নীতিকে প্রশ্রয়ও দেবো না। আমি মানুষ হিসেবে ভুল করতেই পারি, ভুল হলে ধরিয়ে দেবেন। আমার কাজের গতি যেন ত্বরান্বিত হয়, সে ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন। আমার কাছে সবাই সমান। আমি কারও অন্যায় আবদার শুনবো না। প্রধানমন্ত্রী আমাকে বলে দিয়েছেন। আমার অনেক চ্যালেঞ্জ আছে। আমি মনে করি আপনারা সবাই খুবই ক্যাপাবল। বছরের পর বছর এখানে শ্রম দিয়ে আসছেন। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমি প্রশাসনিক ক্ষমতা দেখাতে আসিনি, আমি আপনাদের বন্ধু হয়ে কাজ করতে চাই। আপনাদের পাশে থেকে সব সমস্যার সমাধান করবো।’
চিকিৎসকদের উদ্দেশ্যে নতুন ভিসি বলেন, অর্পিত দায়িত্ব পালন করলেই আমি সবচেয়ে খুশি হবো। অন্যকিছু দিয়ে আমাকে খুশি করা যাবে না। কেউ দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব থেকে সরে যেতে হবে। যিনি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারবেন, তিনিই দায়িত্ব নেবেন।’
এর আগে, কয়েকদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ভিসিপন্থীদের সঙ্গে উত্তেজনায় জড়ান বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একাংশ। এরমধ্যে শনিবার বিদায়ী ভিসিপন্থী কয়েকজন চিকিৎসককে মারধর ও সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে সভা-সমাবেশ ও যেকোনো বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
বিডি-প্রতিদিন/শফিক