শিরোনাম
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
রাবিতে সংঘর্ষ : তিন ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কারের সুপারিশ
রাবি প্রতিনিধি
অনলাইন ভার্সন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটির এক সদস্য তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংঘর্ষের ঘটনার সিসি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে হল প্রশাসনকে হুমকি, নিরাপত্তা প্রহরী ও শিক্ষার্থীকে মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে। ফলে হলের আবাসিক ছাত্র আতিকুর রহমান ও তার সহযোগী শামসুল আরিফিন খান সানি ও আজিজুল হক আকাশসহ অজ্ঞাত কয়েকজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
জানা গেছে, গত ১১ মে রাতে শহিদ সোহরাওয়ার্দী হলের গেস্টরুমে বসাকে কেন্দ্র করে হল ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদ ও সহসভাপতি আতিকুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় মধ্যরাতে ছাত্রলীগের দু’পক্ষের অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সকালে হল ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান, সহযোগী শামসুল আরিফিন খান সানি ও আজিজুল হক আকাশসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হলের প্রহরী মনিরুলকে মারধরের অভিযোগ ওঠে। সেদিন আতিক ও তার অন্য সহযোগীদের বিরুদ্ধে সবুজ বিশ্বাসকে মারধরের আরেকটি অভিযোগ ওঠে। ফলে সংঘর্ষ ও মারধরের ঘটনায় তদন্তে নামে হল প্রশাসন।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, গত ১১ ও ১৩ মে মধ্যরাতে হলে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে হল প্রশাসনকে হুমকি, ছাত্র ও নিরাপত্তা প্রহরীকে মারধরের অভিযোগে তদন্ত করা হয়। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। তবে হল প্রশাসনের পক্ষে সব অভিযোগের শাস্তি নিশ্চিত করা সম্ভব নয়। ফলে এ বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনে সুপারিশ করা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন জমার বিষয়ে জেনেছি। এখন আমরা সেটা দেখিনি। তবে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই অভিযুক্তদের শাস্তি পেতে হবে।
বিডি প্রতিদিন/এমআই
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর