কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে মুখে লাল কাপড় বেধে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
একই দিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকদের সাথে সংহতি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরাও।
বিক্ষোভ কর্মসূচিতে এসময় শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামার পর প্রথমে তাদের প্রতিরোধ করতে রাষ্ট্রের বাহিনী নামানো হয়। সরকার দলীয় কর্মীরাও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে শিক্ষার্থীদের হতাহত করেছে।”
বিডি প্রতিদিন/একেএ