বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি’র (বিইউএফটি) শিক্ষার্থী শহিদ মো. সেলিম তালুকদারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের স্মরণ এবং আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আগত সকলেই শহিদ সেলিমের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর উদ্দিন সিদ্দিক, ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. ফারুক হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জাকির হোসাইন, উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহিদ সেলিম তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান, ভবিষ্যতে তার পরিবারের একজন সদস্যকে বিনামূল্যে শিক্ষাদান এবং আহতদের চিকিৎসা খরচ দিয়ে যাচ্ছে বলে সকলকে অবহিত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় তাদের পাশে আছে বলে উল্লেখ করেন।
এর আগে সকালে শহিদ মো. সেলিম তালুকদারের স্মৃতি রক্ষা ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিইউএফটি মুক্তমঞ্চ ‘শহিদ সেলিম মুক্তমঞ্চ’ নামে ঘোষণা করেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মশিউল আজম সজল।
পরে সকলেই বিইউএফটি শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে একাত্মতা জানাতে উত্তরার বিভিন্ন স্থানে একত্রিত হন।
বিডি-প্রতিদিন/বাজিত