বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নারী শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার ৪ বছর পর এবার বিচারের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। শিক্ষকসহ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ ৭ দফা দাববিতে বিক্ষোভ করেছেন তারা।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বিক্ষোভ শেষে সাত দিনের মধ্যে ব্যবস্থা আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। সাত দিনের মধ্যে ব্যবস্থা নেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মির ওপর ২০২০ সালের ১ মার্চ হামলা হয়। এ ঘটনায় উর্মির বাবা বাদী হয়ে হত্যা চেষ্টাসহ মারধর করার অভিযোগ এনে মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক সুজিত বালাসহ ছাত্রলীগ নেতা দাবি করা আলিম সালেহীন (সমাজ বিজ্ঞান বিভাগ, ১ম ব্যাচ), আরিফুল ইসলাম (একাউন্টিং বিভাগ, ৭ম ব্যাচ), আবদুল্লাহ ফিরোজ (একাউন্টিং বিভাগ, ৬ষ্ঠ ব্যাচ), হাফিজ ( একাউন্টিং বিভাগ, ৫ম ব্যাচ), আসাদুজ্জামান আসাদকে ( একাউন্টিং বিভাগ) আসামি করা হয়।
হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি সুফিয়া কামাল চত্বর, ভিসি ভবন ও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ঘুরে এসে প্রশাসনিক ভবনের নিচতলায় এসে মিছিলটি শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়া হয়।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. সাজ্জাদুর রহমান বলেন, কোনো অন্যায়, অবিচার, নিপীড়নের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সদা সোচ্চার। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে হামলার শিকার জান্নাতুল নওরীন উর্মি আপু এর বিচার দাবি করলেও আজ পর্যন্ত কোন ফলাফল পাননি। কারণ, হামলাকারীরা ছিলেন গণহত্যাকারী আওয়ামী লীগের শিক্ষক ও ছাত্রলীগের সন্ত্রাসী। কিন্তু এখন সময় এসেছে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাত্রসমাজের আওয়াজ তোলার। তাই একজন নারী শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাচ্ছি আমরা।
শিক্ষার্থীরা হামলার তদন্ত পুনরায় শুরু করা, মূল হোতা সুজিত বালার চাকরিচ্যুতি ও গ্রেফতার করা, ছাত্রলীগের নেতাকর্মীদের সার্টিফিকেট বাতিল ও গ্রেফতার করা, এই ঘটনার সামনে পিছনের ক্রীড়ণকদের খুঁজে বের করে গ্রেফতার করার দাবি জানিয়ে স্মারক লিপি দেয়া হয়। আগামী ৭ দিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ, রাস্তা অবরোধসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও শিক্ষার্থীরা জানান। শিক্ষার্থীদের দাবির বিষয়টি লিখিত আকারে পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মাহফুজ আলম।
বিডি প্রতিদিন/নাজমুল