মাত্র তিন শব্দে পদত্যাগ করেছেন বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এএস কাইয়ুম উদ্দীন আহমেদ। আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন বলে অধ্যাপক এএস কাইয়ুম উদ্দীন আহমেদ জানিয়েছেন।
তিনি জানান, সরকারি চাকুরিতে পদত্যাগ করতে কিছু নিয়ম মানতে হয়। কিন্তু শিক্ষার্থীরা এসে হৈ-হট্টোগোল শুরু করে। তারা কোন সময় দেয়নি। কলেজের স্বার্থে আমি পদত্যাগ করেছি।
বিএম কলেজ অধ্যক্ষ ড. মো. আমিনুল হক বলেন, পদত্যাগ সাধারণত মন্ত্রণালয়ের সচিব বরাবর করতে হয়। কিন্তু তিনি কারো বরাবর উল্লেখ না করে একটি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্রটি অফিস কক্ষে রয়েছে।
বিএম কলেজের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এএস কাইয়ু উদ্দীন আহমেদ ২০২১ সালে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল