চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী নিয়ে বানভাসিদের পাশে দাঁড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার বিশ্ববিদ্যালয় থেকে ট্রাক ভর্তি সহায়তা সামগ্রী নিয়ে ক্যাম্পাস ছাড়েন দলের নেতাকর্মীরা।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, তারেক রহমানের নির্দেশে বানভাসিদের সহযোগিতায় এগিয়ে এসেছি। নিজেদের জমানো অর্থ ও বিশ্ববিদ্যালয়ের জাতীয়বাদী শিক্ষক ফোরামের সহযোগিতায় কাজ করছি। বন্যার্তদের স্বাস্থ্য ঝুঁকি থাকায় মেডিকেল টিমও এসেছে। পরবর্তী দুর্যোগেও আমরা অসহায় মানুষের পাশে কাজ করে যাব।
বিডিপ্রতিদিন/কবিরুল