পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী সীমিত পরিসরে পালন করা হয়েছে। একইসঙ্গে বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ প্রদান করা হয়।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মন্দির সংলগ্ন মাঠে এ পূজা উৎসব উদযাপন করা হয়। শুরুতে শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রার্থনা করা হয়।
প্রার্থনায় দেশের সকল ধর্ম-বর্ণের মানুষ মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ গড়ার লক্ষ্যে এক সাথে কাজ করার এবং দেশের বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অঞ্চলের স্বাভাবিক পরিস্থিতি দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে আহ্বান জানানো হয়।
এ সময় জন্মাষ্টমী পালনের জন্য সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে কিছু টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানের কাছে হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই