ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্মরণসভার আয়োজন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা আবরার ফাহাদের আত্মত্যাগের পাশাপাশি ২৪'এর ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিশেষভাবে স্মরণ করেন।
শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আবরারের সাহসী ভূমিকার জন্য সেই আজ আমাদের মাঝে নেই। শহীদের ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা লুণ্ঠিত হতে দেয়া যাবে না। আজকের বাংলাদেশ আর আগের বাংলাদেশ এক নয়, সবকিছু পরিবর্তন হচ্ছে।
শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে স্বাধীনভাবে তাদের কাজ করতে। বিগত প্রশাসনের মতো কোনো বিশেষ পক্ষের হয়ে কাজ না করারও দাবি জানান শিক্ষার্থীরা।
আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, এই স্মরণসভার মধ্য দিয়ে আমরা আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদের অদম্য সাহসকে স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। আবরার ফাহাদ জীবন দিয়ে দেখিয়ে গেছেন কীভাবে আগ্রাসণের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। আমরা তার এই ত্যাগের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্মরণসভার আয়োজন করেছি। যাতে করে নতুন কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারাও প্রতিরোধমুখী হয়।
এ শিক্ষার্থী আরও বলেন, প্রশাসনের প্রতি আমাদের চাওয়া-পাওয়া খুব বেশি কিছু নয়। শুধু বলব বিগত প্রশাসনের মতো কোনো দলের অন্ধ গোলামি না করে স্বাধীনভাবে কাজ করুন। অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় হিসেবে গ্রহণ করার সাহসটুকু ধরে রাখুন। নিজেদের বিবেক দিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ভিন্নমত পোষণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার। পরদিন ৬ অক্টোবর শেরেবাংলা হলের গেস্টরুমে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন