রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, 'অন্য বিভাগের তুলনায় আইন অনুষদের শিক্ষা কাঠামো কিছুটা ব্যতিক্রম। তাছাড়া বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসসহ অন্যান্য পরীক্ষায় অংশ নিতে পুরো সিলেবাস পড়তে হয়। কিন্তু সেমিস্টার পদ্ধতি অল্প সময়ে সেটা সম্পূর্ণ করা সম্ভব হয় না। ফলে শুধু পাশ করার জন্য পড়ে পরীক্ষা দিতে হয়। অথচ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইয়ারলি পদ্ধতিতে পরীক্ষা দেয়ায় পুরো সিলেবাস সম্পন্ন করার সুযোগ পায়। এতে আমরা চাকরির বাজারে পিছিয়ে পড়ব।
অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দেশে বরাবরই প্রথম কাতারে থাকে। তাই সেমিস্টার পদ্ধতির যাঁতাকলে পড়ে আমরা এই সুনাম হারাতে চাই না। এছাড়া একজন ভাল আইনজ্ঞ হতে হলে আইনের সকল বিষয়ে খুঁটিনাটি জ্ঞান অর্জন জরুরি। যা সেমিস্টার পদ্ধতি সম্ভব নয়।'
তাই অবিলম্বে এ দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। মানববন্ধনে অনুষদের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
এ ব্যাপারে আইন অনুষদের ডিন অধ্যাপক নাসের মো. ওয়াহেদ জানান, শিক্ষার্থী দাবি তুলেছে। বিষয়টি নিয়ে বিভাগ দুটির সঙ্গে আলোচনা সাপেক্ষে
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটিতে সুপারিশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা