অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে নিরাপদ কর্মপরিবেশ চেয়ে মানববন্ধন করেছেন কুমিল্লার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়।
এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল পরিবর্তন করে উত্তীর্ণ করার দাবিতে শিক্ষা বোর্ডের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভের এক দিন পরই মানববন্ধন কর্মসূচি পালন করলেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এতে নেতৃত্বে দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম, সচিব প্রফেসর নূর মোহাম্মদ ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান।
বক্তারা বলেন, ১৫ অক্টোবর এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডে কিছু অকৃতকার্য শিক্ষার্থী এখতিয়ার বহির্ভূত দাবি বাস্তবায়নে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। গেটে তালা ঝুলিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এছাড়াও ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্চিত করা হয় এবং আসবাবপত্র ভাংচুর করা হয়। আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে নিরাপদ কর্মপরিবেশের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্ত্তী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড. মো. শফিকুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলামসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম