রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব
শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিয়োগ প্রাপ্তরা হলেন, উপ-উপাচার্য (প্রশাসন) পদে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মইন উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান এবং কোষাধ্যক্ষ পদে ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মতিয়ার রহমান।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। তারা এ পদের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে কার্যক্রম পরিচালনা করবেন।
এর আগে, গত ৮ আগস্টের পর থেকে রাবির উপাচার্য ও উপ-উপাচার্যসহ প্রায় শতাধিক কর্মকর্তা পদত্যাগ করেন।
বিডি প্রতিদিন/মুসা