জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি পাস (পার্ট-২) ও মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি মদনমোহন কলেজ, সিলেট কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে যান তিনি।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান এবং অতিরিক্ত রেজিস্ট্রার ও ভাইস-চ্যান্সেলরের সচিব মো. আমিনুল আক্তার। উপাচার্য মহোদয় পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থার খোঁজখবর নেন। উপাচার্যের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের বিষয়টি ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক বলছেন কলেজ কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন