রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় এ বিক্ষোভ মিছিলটি করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক দিয়ে খামার মোড় হয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, এই ছাত্রলীগ আবু সাঈদকে হত্যা করেছে, শুধু তাই নয় এই সংগঠনটি আরো শত শত ভাইকে হত্যা করেছে। আমরা চাই না এমন সন্ত্রাসী সংগঠন এই স্বাধীন বাংলাদেশে আর কর্মকাণ্ড চালাক। তাই অতি দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হক।
তারা আরও বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফ্যাসিবাদের দোসর। আজ সে তার রাজনৈতিক স্বার্থ আসলেই জন্য বিভিন্ন উদ্দেশ্যমূলক কথা বলছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি। তিনি দ্রুত পদত্যাগ না করলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির ডাক দেবে।