চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর সময় তাঁকে হত্যা করা হয়। নিহত সাইফুল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জালাল উদ্দিন। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৯ টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে প্রায় হাজার শিক্ষার্থী জমায়েত হয়ে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কলেজ গেট, পুরাতন গণভবন হয়ে আবার সেকেন্ড গেটে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার এবং বিচারের দাবি জানান। তারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জামশেদ