শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের পাশে অবস্থিত তার সমাধিতে এবং টিএসসি সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি এ কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম ভূঁইয়া ইমন এবং বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
তৎকালীন স্বৈরশাসক এরশাদের গুপ্ত বাহিনীর গুলিতে ১৯৯০ সালের এই দিনে শহীদ হন ডা. মিলন। তার আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনে অবিস্মরণীয় অবদান রেখেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল