বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে তাদের বিভিন্ন স্মৃতিচারণ করে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
স্মরন সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. এটিএম. রফিকুল ইসলাম। ভূতত্ত ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আতিকুল হক ফরাজী সঞ্চালনা করেন।
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্পণা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ, আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অহেদুজ্জামান, আইন বিভাগের শিক্ষার্থী অহেদুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাহাফুজুল হাসান সজিব, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার, গনিত বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল হোসেন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন, বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ সাকিন এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান তমাল।
সভার পূর্বে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিডি প্রতিদিন/আশিক