সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের সাফল্যের ধারাবাহিকতায় এ বছর ঋষ্য ঋষভ এবং আহনাফ আন্নাফি ফামান নামে দুই শিক্ষার্থী সম্মানজনক 'আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড' অর্জন করেছে।
Cambridge Assessment International Education (CAIE) এ পুরস্কার ছাত্র-ছাত্রীদের পড়াশুনার প্রতি নিষ্ঠা ও একাগ্রতার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর প্রদান করে থাকে।
ঋষ্য ঋষভ কেমব্রিজ ও লেভেল পরীক্ষায় ম্যাথ-ডি (Mathematics D) বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে সম্মাননা অর্জন করেছে, যা প্রাপ্ত বিষয়ে তার জ্ঞান ও প্রজ্ঞার স্বীকৃতিস্বরূপ।
অন্যদিকে, আহনাফ আন্নাফি ফামান Cambridge International AS Level Mathematics- এ সর্বোচ্চ নম্বর এবং Cambridge International AS Level Further Mathematics-এ পুরো বাংলাদেশের সব শিক্ষার্থীকে ছাড়িয়ে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য মোট দুটো সম্মাননা অর্জন করেছে। তাদের প্রাপ্তির মধ্যে তাদের অবর্ণনীয় পরিশ্রম, পরিবারের সহায়তা এবং সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বনানী শাখার শিক্ষকমন্ডলীর দিকনির্দেনার প্রতিফলন ঘটেছে। সাউথ পয়েন্ট পরিবারের দুই শিক্ষার্থীর এই অর্জনে অধ্যক্ষ শাহনাজ বেগম সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।