জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। এ পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে, ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন সংগ্রহ কার্যক্রম চলবে।
বৃহষ্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাবির ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
আলী রেজা বলেন, আগামী ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি সময়ের মধ্যে জাবিতে ২০২৪-২৫ শিক্ষার্বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর সব মিলিয়ে ১০টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউটের আলাদা আলাদা ইউনিটে পরীক্ষা নেওয়া হবে।
এবার জাবিতে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা (সন্তান, নাতি-নাতনী) কোটা থাকবে না বলে জানিয়েছেন তিনি। এছাড়াও দ্রুতই অন্যান্য কোটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি প্রতিদিন/একেএ