আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে মিথ্যাচার ও ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনার কার্যালয়ে হামলা এবং পতাকা অবমাননা করার প্রতিবাদে র্যালি করেছে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার বিকেলে ক্যাম্পাস থেকে ১০ কিলোমিটার জুড়ে র্যালিটি বগুড়া শহর হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক হোসনা অফরোজা এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি হস্তান্তর করেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ জিহাদ, ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম এবং কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং এর ৪র্থ বর্ষের শিক্ষার্থী রুবাইয়া রিফাত রিয়া।
র্যালিতে টিএমএসএস এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রায় ১০ হাজার ছাত্র-জনতার এই র্যালিতে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটি ভাইস চেয়ারম্যান রোটা: ডা. মো. মতিউর রহমান, সদস্য আয়শা বেগম, ফয়জুন নাহার, রাকিবা সুলতানা, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, বিওটি সমন্বয়ক খোরশেদ আলম, উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, টিএমএসএস এর প্রধান প্রকৌশলী ইঞ্জি. হাবিবুর রহমান, টিটিইআই এর অধ্যক্ষ ইঞ্জি. মো. রিহান ইসলাম, টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ মো. ইসরাইল হোসেনসহ পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল